দুর্ঘটনা কেড়ে নিয়েছে সহকর্মী তথা বন্ধুকে। এখনও সে আতঙ্ক কাটছে না অভিনেতা বিক্রমের। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। কিন্তু এখনও ট্রমার মধ্যেই আছেন অভিনেতা। লেক মার্কেটের কাছে দুর্ঘটনার কবলে পড়েছিল বিক্রমের গাড়ি। গাড়িতে ছিলেন শহরের নামী মডেল সোনিকা সিং চৌহানও। সোনিকার মৃত্যু হলেও বরাতজোরে প্রাণে বাঁচেন বিক্রম। শহরের এক বেসরকারী হাসপাতালেই এখনও চিকিৎসা চলছে তাঁর। চিকিৎসকরা জানাচ্ছেন, বিক্রমের শারীরিক অবস্থা স্থিতিশীল। সেরকম উদ্বেগের কোনও কারণ নেই। তবে চোট আছে শরীরের বিভিন্ন জায়গায়। ব্যাথা থাকার কারণে দেওয়া হয়েছিল ঘুমের ওষুধ। রাতে বেশ ভালই ঘুমিয়েছেন অভিনেতা।
কিন্তু এখনও আতঙ্ক থেকে বেরিয়ে আসতে পারছেন না। তাঁর আরও ঘুম দরকার বলেই অভিমত চিকিৎসকদের। আজ সকাল ১০টার পর আবারও তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখবে চিকিৎসকদের বিশেষ দল। অভিনেতার পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গেও আজ দেখা করতে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। তবে চিকিৎসকদের মত, কোনওরকম অঘটন এড়াতে আরও কয়েকদিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হতে পারে। যদিও দুর্ঘটনা নিয়ে কিছু রহস্য এখনও থেকে গিয়েছে। আজ দুর্ঘটনাগ্রস্ত স্থানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবে পুলিশ। এদিকে বেপরোয়া লরির ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়েছিল সাংসদ দিব্যেন্দু অধিকারীর গাড়িও। বেপরোয়া লরি ধাক্কা দেয় তাঁর গাড়িকে। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান সাংসদ। গ্রেপ্তার করা হয়েছে মত্ত লরিচালককে।