আপনি আছেন » প্রচ্ছদ » খবর

রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ঋষি বাল্মীকি সম্পর্কে আপত্তিকর মন্তব্যের জেরে রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল লুধিয়ানার আদালত৷ বাল্মীকি কমিউনিটির অভিযোগের ভিত্তিতেই এই পরোয়ানা জারি হয়েছিল বলে জানায় আদালত৷

জানা যাচ্ছে, এক টিভি চ্যানেলের অনুষ্ঠানে বাল্মীকি সম্পর্কে কিছু মন্তব্য করেছিলেন রাখি৷ বন্ধু মিকা সিং সম্পর্কে বলতে গিয়ে টেনে এনেছিলেন বাল্মীকির প্রসঙ্গ৷ জানিয়েছিলেন, বাল্মীকি যেমন দস্যু থেকে রত্নাকর হয়ে উঠেছিলেন, তেমনই তাঁর বন্ধু মিকার জীবনেও অনেক পরিবর্তন হয়েছে৷ কিন্তু এই মন্তব্য মোটেও ভালভাবে নেননি বাল্মীকি কমিটির সদস্যরা৷ এই মন্তব্য মহর্ষির পক্ষে অসম্মানজনক বলে অভিযোগ দায়ের করা হয়৷ তার ভিত্তিতেই জারি হয়েছিল গ্রেপ্তারি পরোয়ানা৷

যদিও এ নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন রাখি৷ তাঁর সাফ কথা, ছোটবেলা থেকে তিনি যা শুনে এসছেন তার ভিত্তিতেই এ কথা বলেছেন৷ কোনওরকম আপত্তিজনক কিছু বলেননি, অসম্মানও করতে চাননি৷ সেইসঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা নিয়েও পাল্টা তোপ দেগেছেন রাখি৷ তাঁর বক্তব্য, তিনি সলমন খান নন৷ তাঁর উপর অভিযোগ আরোপ করে কোনও লাভ হবে না৷

রাখি আরও জানান, তিনি কোনও শমন পাননি৷ মিডিয়া থেকেই তিনি জানতে পারেন যে, পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে আসছে৷ যদিও সেরকম কিছু ঘটেনি৷ পাশাপাশি রাখী জানান, তিনি বাল্মীকিকে সম্মান করেন৷ যদি তাঁর মন্তব্যে কেউ আহত হন, তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী৷