আপনি আছেন » প্রচ্ছদ » খবর

গরমে ত্বকের যত্নে যা যা করবেন...

ত্বক পুড়ে ‌যাওয়া থেকে বাঁচতে

এক চামচ দুধে, দু-চামচ ওটমিল মিশিয়ে নিন। এরপর মেশান ২ চামচ টমোটো জুস, সামান্য কমলালেবুর অংশ। এবার ভালো করে ফেঁটে নিন। দেখবেন ফেস প্যাকের মতো ঘন একটা জিনিস হয়ে গেছে। ওই প্যাকটি মুখে, ঘাড়ে ঘষতে থাকুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। দেখবেন আপনার মুখ ঝকমক করছে।

শুকনো ত্বকের জন্য

রোদে ঘুরে বা তাপে আপনার ত্বক শুকনো হয়ে গেছে। বারবার ধুয়েও কিছুতেই ‌যেন খসখসে ভাবটা ‌যাচ্ছে না। তাহলে কিছুটা দুধের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে তা মুখে ভালো করে মেখে নিন। মিনিট পনের রেখে ধুয়ে ফেলুন। দেখবেন আপনার ত্বকের পুরনো নরমভাবে ফিরে এসেছে।

রোদে ঘুরে ফিরলে

বেশ কিছুক্ষণ রোদে ঘুরে ফিরে এলে অনেকসময় দেখা ‌যায় মুখের চামড়া ট্যান হওয়ার মতো অবস্থা। এরকম হলে মুখে একটু দই মেখে নিন। কিছুক্ষণ রাখুন ও ধুয়ে ফেলুন। দেখুন কী হয়।

নিমপাতা

কাপ চারেক জলে একমুঠো নিমপাতা দিয়ে হালকা আঁচে ঘণ্টাখানেক গরম করুন। এরপর ওই জল এক রাত রেখে দিন। পরদিন নিমপাতা ছেঁকে নিয়ে তা দিয়ে পেস্ট বানিয়ে নিন। মুখে মেখে ঘণ্টাখানেক রেখে তা জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন এই গরমে রোদে বেরোলেও ত্বকের কিছু হবে না।

অ্যালোভেরা

রোদে পোড়া থেকে ত্বককে বাঁচাতে অ্যালোভেরার জুড়ি নেই। অ্যালোভেরার একটি পাতা কেটে তার ভেতর থেকে জেল বের করে তা মুখে মাখা ‌যেতে পারে। সানবার্ন চলে ‌যাবে।

তরমুজ

এই গরমে স্কিন টোনার হিসেবে ব্যবহার করা ‌যেতে পারে তরমুজের রস। এই রস আপনার ত্বককে ঠান্ডা করবে, ত্বকের রুক্ষভাব দূর করবে ও ত্বককে নরম করবে।

পেঁপে

পাকা পেঁপে মাস্ক হিসেবে ব্যবহার করা ‌যাতে পারে। মুখের ত্বকের ডেড সেল তুলে ফেলতে ভালো কাজ দেয় পাকা পেঁপে। আবার দই ও লেবুর রসের সঙ্গে পেঁপের পাল্প মিশিয়ে মাখলে তা ট্যান দূর করে।