লম্বা চুল অধিকাংশ নারীরই দারুণ পছন্দ। নারীবাদীরা প্রতিবাদে মুখর হলেও লম্বা চুলই এখনো বিশ্বজোড়া নারীত্বের প্রতীক। মাথাভরা একরাশ ঘন লম্বা চুলের স্বপ্ন কোন মেয়েই না দেখে? কিন্তু সমস্যা হল, চুল যত বাড়তে থাকে ততই বাড়তে থাকে সমস্যা। নানা কারণে স্লথ হয়ে যায় বৃদ্ধির গতি। ফলে অধৈর্য হয়ে চুল কেটেই ফেলেন অনেকে। অকাল মৃত্যু হয় লম্বা চুলের স্বপ্নের।
সমাধান একটা আছে বটে। দামি ব্র্যান্ডের শ্যাম্পু-তেল ইত্যাদি। কিন্তু তার কোনটা শরীরে সইবে সেটাও আরেকটা চিন্তার বিষয়। সব মিলিয়ে চুল লম্বা করাটা একটা ‘ফুল টাইম জব’ হয়ে দাঁড়ায় অনেকের কাছে। কিন্তু যদি বলি আপনার ঘরেই রয়েছে এই ঝক্কি থেকে মুক্তি পাওয়ার চাবিকাঠি?
গবেষণা বলছে, চুল লম্বা করতে পেঁয়াজ কাজ করে ম্যজিকের মতো। কারণ পেঁয়াজে রয়েছে প্রচুর গন্ধক। চুলের ক্যারোটিন ও মাথার পেশির স্বাস্থ্যরক্ষায় গুরুত্বপূর্ণ এই গন্ধক। পেঁয়াজে গন্ধক এমন যৌগের আকারে থাকে যা সরাসরি শোষিত হয়ে যায় মাথার তালুতে। তাই দ্রুত মেলে ফল। কী করে পেঁয়াজ ব্যবহার করে পেতে পারেন ঘন কালো চুল।