দেশের নারী শিল্প উদ্যক্তাদের মধ্যে অন্যতম একটি নাম হলো হেলানা জাহাঙ্গির। শিল্প উদ্যক্তা হিসেবে তিনি সফল এক মানুষ। কিন্তু এসব কিছু ছাপিয়ে গেছে দরিদ্র-অসহায় মানুষের সেবায় নিবেদিত অন্তপ্রাণ হিসেবে তার পরিচিতি। মানব সেবায় নিয়োজিত তার কর্মকান্ড নিয়েই নির্মিত হয়েছে ডকুমেন্টরি। লাষ্টবেঞ্চ নির্মিত এই ডকুমেন্টরিটির নাম ‘সিষ্টার হেলেন-এন ইনস্পায়ারিং ওমেন’। জয়যাত্রা ফাউন্ডেশনের উদ্যেগে নির্মিত এই ডকুমেন্টরিটি বেশ কয়েক জায়গায় প্রদর্শনীর পর ইউটিউবে রিলিজ করা হয়েছে।
মানুষের পাশে এসে দাড়ানোর পজেটিভ মন মানষিকতা তৈরি করতে এই ধরনের কর্মকান্ডগুলো তুলে ধরা উচিত। ডকুমেন্টরিটি রিলিজের পর ভার্চুয়াল মাধ্যমগুলোতে বেশ সাড়া ফেলেছে। অনেকেই এর প্রশংসা করে নানা মন্তব্য করেছে। কেউ কেউ উদ্যগি হয়ে মানুষের সেবায় কাজ করার প্রত্যয়ও করেছে। ইউটিউব লিঙ্কে পাভেল রহমান নামের একজন লিখেছেন, এভাবেই বেঁচে থাকার গল্প নিয়ে ছুটে চলছেন একজন হেলেন সময়ের কান্ডারী হয়ে...’ ভালো লেগেছে। একটি প্রেরনার ও আবেগময় ডকুমেন্টরি। স্যালুট সিস্টার। শারমিন আহমেদ লিখেছে, আপনাকে গভীর শ্রদ্ধা।
মাসুদ হাসান রনি লিখেছে, ‘অসাধারন। আপনার মানবিকতা,মুল্যবোধের এই আলো ছড়িয়ে যাক লাখো কোটি প্রানে । সালাম আপনাকে ।’ শামিম আল মামুন নামের একজন লিখেছে, ধন্যবাদ । আশা করি আরও যাদের সামর্থ্য আছে তারাও সাধারণ মানুষের পাশে দাঁড়াবে । এমন অজস্র মন্তব্য করে সিস্টার হেলনেকে অভিনন্দন জানানোর পাশাপাশি তার পাশে এসে কাজ করারও ইচ্ছা প্রকাশ করেছেন অনেকে।
ভিডিও লিঙ্কঃ https://youtu.be/qt0NnVsKb-A