আপনি আছেন » প্রচ্ছদ » খবর

সম্মেলনে যোগ দিতে নেতাকর্মীসহ ঢাকায় এমপি কিরন

হারুন অর রশিদ, নোয়াখালী: শনিবার শুরু হতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন। আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীর স্রোত এখন ঢাকামুখী। সম্মেলনে যোগ দিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের বিশাল গাড়ী বহর নিয়ে চৌমুহনীর চৌরাস্তা থেকে ঢাকার মুখি যাত্রা করেন নোয়াখালী-৩(বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশিদ কিরন।

২২ ও ২৩ অক্টোবর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য সম্মেলনকে ঘিরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীর মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। এদিকে, এবারের সম্মেলনে চমক দেখাতে পারেন প্রধানমন্ত্রীর আস্থাভাজন নোয়াখালীর সন্তান ছাত্রলীগের সাবেক সভাপতি থেকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তারপর সভাপতিমণ্ডলীর সদস্য, বর্তমান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নোয়াখালীর নেতা কর্মীদের দাবী নোয়াখালীর সন্তান ওবায়দুল কাদের কে দলের সাধারণ সম্পাদক করা।

নোয়াখালীর সন্তান ওবায়দুল কাদেরই হতে পারেন দলের পরবর্তী সাধারণ সম্পাদক এমনই আশা প্রকাশ করেন তারা। সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশিদ কিরন বলেন, এবারের সম্মেলন নিয়ে আমাদের মধ্যে যেমন আগ্রহ অনেক,দেশের মানুষের মধ্যেও আগ্রহ আছে। কিন্তু সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে ব্যর্থ করতে ষড়যন্ত্রকারীরা বসে নেই, ষড়যন্ত্র করেছে। এবারের সম্মেলন খুব উৎসব মুখর হবে। সেই সাথে কিছু যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আর এই সম্মেলন ঐতিহাসিক সম্মেলন হবে।’