আজ ৩০ সেপ্টেম্বর ২০১৬ তারিখে অনুষ্ঠিত হয়ে গেলো ৩৭ তম বিসিএস এর প্রিলি... দেখে নিন ৩৭ তম বিসিএস এর প্রশ্ন এবং উত্তর
সাধারণ জ্ঞানঃ
বাংলাদেশে স্বীকৃত প্রথম অনারব মুসলিম দেশ – মালয়েশিয়া
ঐতিহাসিক ৬ দফা কে তুলা না করা হয়- ম্যাগনাকাটার সাথে
ট্যারিফ কমিশন কোন মন্ত্রনালয়ের অধীনে-
বেনাপোল স্থল বন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর ?-
আলুর একটি জাত- ডায়মন্ড
প্রধান বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান- BADC
সরকারি হিসেবে বাংলাদেশের গড় আয়ু-৭০.৭
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নারী পুরুষের অনুপাত- ১০৬ঃ১০০
বাংলাদেশের মোট EPZ কত – ১০ টি
ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্টের মর্যাদা পায়- ২০০০
বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে- মার্কিন যুক্তরাষ্ট্র
বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে- ডাচ-বাংলা ব্যাংক
১৯৫৪ সালের যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক- নৌকা
বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে- মুর্শিদকুলী খান
বাংলাদেশি যুদ্ধ চলচ্চিত্র ধীরে বহে মেঘনা -আলমগীর কবির
জাতীয় সংসদে কাউন্টিং ভোট কি –
বাংলাদেশের মর্যাদা অনুসারে ৩য় বীরত্বসূচক খেতাব- বীর বিক্রম
বাংলাদেশে সব চেয়ে বেশি উৎপাদিত ধান – বোর ধান
কোন বিভাগে সাক্ষরতার হার সর্বাধিক – বরিশাল
NILG এর পূর্ণরূপ- National Institute Of Local Government
বাংলাদেশের বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত হয় ? সিলেটে
বাংলাদেশের দীর্ঘতম নদী –মেঘনা
বাংলাদেশের কোন অঞ্চল বেশী খরা প্রবণ – উত্তর-পশ্চিম
IMF এর সদর দপ্তর কোথায়? ☞ ওয়াশিংটন ডিসি
জাতিসংঘের স্থায়ী সদস্য- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া ,ফ্রান্স
সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত- প্রশান্ত মহাসাগরে
কোন ভুল থাকলে কোমেন্ট করবেন। মানুষ মাত্র ভুল ।
এখন ও সম্পূর্ণ হয়নি আমাদের পাশে থাকেন বাকি টুকু পেয়ে যাবেন।
উত্তরের কাজ্ চলছে.. অপেক্ষা করুন…