আপনি আছেন » প্রচ্ছদ » খবর

জলদস্যুদের হাত থেকে ছাড়া পেলেন দ.কোরিয়ার ৩ নাবিক

জলদস্যুরা দক্ষিণ কোরিয়ার তিন নাবিককে ছেড়ে দিয়েছে। গত মাসে ঘানা উপকূল থেকে এদের অপহরণ করা হয়েছিল। শনিবার দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লী নকিওন একথা জানান। লী তার ফেসবুক অ্যাকাউন্টে বলেন, ‘অপহৃত তিন নাবিকের সকলকেই ছেড়ে দেয়া হয়েছে। তারা সবাই সুস্থ আছেন।’  গত ২৬ মার্চ একটি জাহাজ থেকে জলদস্যুরা ঘানার ৪০ নাগরিক ও দক্ষিণ কোরিয়ার তিন নাবিককে অপহরণ করায় সিউল ওই অঞ্চলে জলদস্যুদের দমনে রণতরী মোতায়েন করে। এ তিন নাবিকের মুক্তির বিনিময়ে কোন মুক্তিপণ দেয়া হয়েছে কিনা তা জানা যায়নি।

/বাসস/