আপনি আছেন » প্রচ্ছদ » খবর

অঘোষিত সফরে পাকিস্তানে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লে. জেনারেল এইচ আর ম্যাকমাস্টার আজ (সোমবার) অঘোষিত সফরে পাকিস্তানে রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন। পাকিস্তানের বিরুদ্ধে আমেরিকা কঠোর অবস্থান নিতে পারে বলে ঘোষণা করার একদিন পরে পাকিস্তান সফরে গেলেন তিনি। আফগানিস্তান থেকে পাকিস্তানে গেছেন ম্যাকমাস্টার। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শীর্ষস্থানীয় কোনো কর্মকর্তার এটাই প্রথম পাকিস্তান সফর। আফগানিস্তানে থাকার সময়ে তিনি পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হতে পারে আভাস দিয়েছিলেন। অবশ্য অতীতে পাকিস্তানকে আমেরিকার মিত্র দেশ হিসেবে গণ্য করা হয়েছে। এদিকে, পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দপ্তর থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, পাক-মার্কিন সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতির বিষয়টি নিশ্চিত করেছেন ম্যাকমাস্টার। পাশাপাশি আফগানিস্তান এবং বৃহত্তর দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা অর্জনে পাকিস্তানের সঙ্গে একযোগে কাজ করারও প্রতিশ্রুতি ব্যক্ত করেছে আমেরিকা।

/পার্স টুডে