আপনি আছেন » প্রচ্ছদ » খবর

ভেনিজুয়েলার বিরুদ্ধে নতুন অবরোধ আরোপ করেছে আমেরিকা

যুক্তরাষ্ট্র বুধবার সমস্যায় জর্জরিত ভেনিজুয়েলার বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপ করেছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতা আরো শক্তিশালী করতে গত সপ্তাহে গঠিত দেশটির বিতর্কিত, সর্বময় ক্ষমতার অধিকারী এবং অনুগত সাংবিধানিক পরিষদের সদস্যদের লক্ষ্য করে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ওয়াশিংটন নিকোলাস মাদুরোর এ পদক্ষেপকে ‘একনায়কতান্ত্রিক’ বলে বর্ণনা করেছে। খবর এএফপি’র।

তথাকথিত সাংবিধানিক পরিষদের ছয় সদস্যকে লক্ষ্যকরে এ পদক্ষেপ নেয়া হয়। এসব সদস্যের মধ্যে প্রয়াত প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের ভাইয়ের পাশাপাশি পরিষদের নিরাপত্তার দায়িত্বে থাকা এক সামরিক কর্মকর্তা এবং জাতীয় নির্বাচন কর্তৃপক্ষের এক বোর্ড সদস্য রয়েছেন। এর আগে মাদুরোর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ক্ষমতাসিন রাষ্ট্র প্রধানের বিরুদ্ধে এটি একটি বিরল পদক্ষেপ। উল্লেখ্য, গত ৩০ জুলাই ব্যাপক সহিংসতা, জালিয়াতি ও বিরোধী দলের বর্জনের মধ্যদিয়ে ভেনিজুয়েলায় সাংবিধানিক গণপরিষদের এ নির্বাচন অনুষ্ঠিত হয়।