আপনি আছেন » প্রচ্ছদ » খবর

জরায়ু ক্যান্সারের জন্য দায়ী জনসন এন্ড জনসন, ১১০ মিলিয়ন ডলার জরিমানা

মার্কিন প্রসাধন সামগ্রী উৎপাদনকারী কোম্পানি জনসন অ্যান্ড জনসনকে ১১০ মিলিয়ন ডলারের বেশি অর্থ জরিমানা করা হয়েছে। জরায়ু ক্যান্সারে আক্রান্ত এক নারীকে ক্ষতিপূরণ হিসেবে এই অর্থ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের এক জুরি বোর্ড শুক্রবার এ রায় দেয়। ২০১২ সালে ভার্জিনিয়ার ৬২ বছরের নারী লইস স্লেম্প জরায়ুর ক্যান্সারে আক্রান্ত বলে রোগ নির্ণয়ে ধরা পড়ে। এরপর তিনি কোম্পানিটির বিরুদ্ধে মামলা করেন। তিনি অভিযোগ করেন, বেবি পাউডার ও গোসলের বিভিন্ন প্রসাধন ব্যবহারে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যাওয়ার কথা গোপন করেছে জনসন অ্যান্ড জনসন। ৩ সপ্তাহ স্বাক্ষ্যগ্রহণ শেষে ১২ সদস্যের জুরি বোর্ড ১০ ঘণ্টা নিজেদের মধ্যে আলোচনার পর জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে এই রায় দেয়। এই রায়ের ফলে জনসনের টেলকম পাউডার আরও সংকটে পড়ল। এর আগেও একই ধরনের বেশ কয়েকটি মামলায় জরিমানার মুখে পড়েছে কোম্পানিটি। এর মধ্যে তিনটি মামলায় ৭২, ৭০ ও ৫৫ মিলিয়ন ডলার জরিমানা গুণতে হয় কোম্পানিটিকে। এছাড়া দেশটির সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে আরও বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে।

খবর - অর্থসূচক