আপনি আছেন » প্রচ্ছদ » খবর

কম সময়ে মাইক্রো ওয়েভে তৈরি করুন মজার ওরিও কেক

উপকরন সমুহঃ

ওরিও বিস্কুট = ৯ টি
ভ্যানিলা আইসক্রিম ও চকলেট সস = পরিমান মত
বেকিং পাউডার = আধা চা চামচ
চিনি = ১ টেবিল চামচ এবং
দুধ = আধা কাপ।
তৈরি পদ্ধতিঃ

প্রথমে ওরিও বিস্কুট গুলো ভালোভাবে ভেঙ্গে নিন। তারপর একটি পাত্রে বেকিং পাউডার, দুধ ও গুড়া বিস্কুট দিয়ে মিশিয়ে সুষম বাটার তৈরি করে নিন।

এবার একটি মাইক্রোওয়েভ কাপ বা মগে তেল মাখিয়ে বাটার ঢেলে দিন। তারপর মাইক্রোওয়েভে ২ মিনিট বেক করে নিন।

২ মিনিট পর বের করে ঠাণ্ডা করে নিন। ঠাণ্ডা হলে ভ্যানিলা আইসক্রিম ও চকলেট সস দিয়ে পরিবেশন করুন ওরিও কেক।