বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে তো অবশ্যই রয়েছেন দীপিকা পাডুকোন, পাশাপাশি নিজের পারিশ্রমিকের পরিমাণ বাড়িয়ে আপাতত বলিউডের সবচেয়ে দামি অভিনেত্রীও এখন দীপিকা। আর তা স্বাভাবিকভাবেই ভাল মনে মেনে নিতে পারছেন না বলিউডের অভিনেত্রীরা। সম্প্রতি এক ঈর্ষাণ্বিত অভিনেত্রী সঞ্জয়লীলা বনশালির ছবি পদ্মাবতীতে দীপিকার ১০ কোটি টাকা পারিশ্রমিক পাওয়ার পিছনের কারণ ফাঁস করেছেন।
একটি সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, ওই অভিনেত্রী বলেন, সিনেমার জন্য কত টাকা পারিশ্রমিক পাচ্ছেন তা নিয়ে অভিনেত্রীদের এত শোরগোলের কী আছে? এর আগে কঙ্গনা রানাউত ছিল এখন দীপিকা পাডুকোন পদ্মাবতী ছবির জন্য ১০ কোটি টাকা পাচ্ছেন, তা নিয়ে শুরু হয়েছে। ছবির নির্মাতারা ওকে এই টাকাটা দিচ্ছে যাতে দীপিকার চাহিদা মেনে ছবির লভ্যাংশের কোনও অংশ ওর হাতে তুলে দিয়ে না হয় তার জন্যই।
পাশাপাশি ওই অভিনেত্রী এও বলেন, ইন্ডাস্ট্রিতে সবসময় খবর রটে যায় কে কত টাকা পাচ্ছে। আর ইন্ডাস্ট্রির বাইরের লোকেরা তারকাদের পারিশ্রমিক নিয়ে গা করে না। তারা শুধু অভিনেতা-অভিনেত্রীদের পারফরম্যান্সটাই দেখে। তাই এই বিষয়টাকে এত বাড়িয়ে চড়িয়ে দেখানোর কিছু হয়নি। হয়তো দীপিকা এমন একটা জায়গায় রয়েছে যে সে ছবির লভ্যাংশের একটা শতকরা অংশ দাবি করতে পারেন। কিন্তু এই ইন্ডাস্ট্রি মেয়েদের হাতে লভ্যাংশ দেওয়াতে বিশ্বাস করে না, সেটা শুধুই অভিনেতাদের প্রাপ্য।
এখানেও শেষ না করে ওই অভিনেত্রী আরও বলেন, পিকু ছবির জন্য দীপিকা ৮ কোটি টাকা পেয়েছেন পাশাপাশি খুব কম লভ্যাংশ পেয়েছেন। পদ্মাবতী ছবির জন্যও একই দাবি ছিল দীপিকার। নির্মাতারা রাজি হয়নি, তাই তাকে খুশি করতে ১০ কোটি টাকার ফ্ল্যাটের জন্য প্রস্তাব দেন নির্মাতারা। দীপিকা রাজি হয়ে যান।
তবে এই অভিনেত্রী যত যাই বলুন না কেন, বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের পারিশ্রমিক যেখানে ৬-৮ কোটি টাকা, সেখানে দীপিকা ১০ কোটি টাকার প্রস্তাব পেয়েছেন এটা সত্যিই বড় কথা। কী বলেন?