সম্প্রতি এক চুরিতে হইচই পড়েছে ব্রিটেনে। যে সে চুরি নয়। চুরি গেছে হ্যারি পটার। ব্রিটেনের বার্মিংহ্যাম শহরের এক বাড়ি থেকে চুরি গেছে হ্যারি পটারের এক দুষ্প্রাপ্য স্ক্রিপ্ট। হ্যারি পটারের গল্পের এমন একটি অংশ, যা কখনও প্রকাশ্যে আনেননি লেখিকা জে কে রাওলিং। ৮০০ শব্দের একটি স্ক্রিপ্ট, যা ২০ লাখ টাকায় নিলামে তোলা হয়েছিল। এবং বার্মিংহামের এক বাসিন্দা তা কিনে নেন। যিনি নিজেও পটারের বড় ভক্ত। তার পর থেকে, তাঁর কাছেই ছিল স্ক্রিপ্টটি। পুলিশের অনুমান, দুর্লভ স্ক্রিপ্টটি চোরাবাজারে বিক্রির চেষ্টা করবে চোরেরা। সেইমতো পটার-ভক্তদের সতর্ক করে দিয়েছে পুলিশ। এমনকী রাওলিং নিজেও এমন কোনও কিছু কিনতে বারণ করেছেন।
কী আছে ওই স্ক্রিপ্টে? জানা গেছে, হ্যারির বাবা জেমস পটারের যৌবনের গল্প রয়েছে। তবে অনেকের মতে, হ্যারির গল্পের বেশ কিছু নতুন সূত্র রয়েছে ওই স্ক্রিপ্টে।