আপনি কি সরকারি চাকরি করেন ? বৃদ্ধ বাবা-মা আছেন বাড়িতে ? তাঁদের ভালোভাবে দেখাশোনা করেন তো ? না হলেই কিন্তু বিপদ। কেন ? কারণ, বাবা-মায়ের সঠিকভাবে দেখাশোনা না করলেই এবার ফাঁপরে পরে যাবেন আপনি।
সূত্রের খবর, বাবা-মায়ের দেখভাল না করলে এবার থেকে বেতন কাটা যেতে পারে সরকারি কর্মীদের।এ বিষয়ে নতুন আইনও আসতে চলেছে বলে খবর। তবে এ বঙ্গে নয়,ওই ইযম চালু করতে চলেছে আসাম সরকার।
সম্প্রতি, আসামে বাজেট পেশ করেন সে রাজ্যের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।আর সেখানেই ওই নতুন আইনের উল্লেখ করেছেন তিনি ।
বিশ্বশর্মার কথা অনুযায়ী, সরকারি চাকরিরতরা যদি বাবা-মায়ের দেখাশোনা ভালোভাবে না করেন, তাহলে বেতনের কিছুটা অংশ তাঁদের কেটে নেওয়া হবে। এবং, সেই অর্থ দিয়েই ওই বৃদ্ধ বা বৃদ্ধার দেখাশোনা করা হবে । শিগগিরই ওই নিয়ম কার্যকর করা হবে বলে খবর।
Loading...
advertisement