হজমশক্তি বৃদ্ধি ও পাকস্থলিকে সতেজ রাখতে জিরা পানির নেই তুলনা। তাই রাঁধুনী জিরা মশলা দিয়ে সহজেই ঘরে বসে তৈরি করে ফেলুন এবং উপভোগ করুন সুস্বাদু ও সুস্বাস্থ্যকর জিরা পানি।
উপকরণ
২ চা-চামচ – রাঁধুনী জিরা মশলা
৫-৬টি – ধনেপাতা কুচি
৫-৬টি – পুদিনাপাতা কুচি
৩ চা-চামচ – চিনি
১টি – পাকা তেঁতুল (বিচি ছাড়া)
আধা চা-চামচ – বিট লবন
১ চা চামচ – লেবুর রস
৪ কাপ – পানি
পরিমানমতো লবন
প্রস্তুত প্রণালী
লেবুর রস ও পানি বাদে সব উপকরণ মিক্সারে মসৃণ পেস্ট করে নিন। এতে এবার পানি ও লেবুর রস মেশান। ছেঁকে নিয়ে গ্লাসে ঢেলে বরফ দিয়ে পরিবেশন করুন।
Loading...
advertisement