আপনি আছেন » প্রচ্ছদ » খবর

যে সব রোগ থেকে আপনাকে রক্ষা করবে লাউ

শীতকালীন সবজিগুলোর মধ্যে অন্যতম লাউ। হাইব্রিডের কল্যাণে লাউ এখন প্রায় সারা বছর পাওয়া যায়। বর্ষার এই মৌসুমে বাজারে লাউ পাওয়া যাচ্ছে বেশ সুলভ মূল্যেই। পুষ্টিসমৃদ্ধ এই সবজিতে পাবেন প্রয়োজনীয় সব উপকার। প্রতি ১০০ গ্রাম লাউয়ে রয়েছে জলীয় অংশ ৯৬.১০ গ্রাম, আঁশ ০.৬ গ্রাম, খাদ্যশক্তি ১২ কিলোক্যালরি, প্রোটিন ০.২ গ্রাম, চর্বি ০.১ গ্রাম, শর্করা ২.৫ গ্রাম। খনিজ উপাদানের মধ্যে ক্যালসিয়াম ২০.০ মিলিগ্রাম, আয়রন ০.৭ মিলিগ্রাম ছাড়াও সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিংক, ফসফরাস ও সেলেনিয়াম রয়েছে। এ ছাড়া ভিটামিন এ, বি-কমপ্লেক্স সি ছাড়াও এতে ফলিক এসিড, ওমেগা-৬ ফ্যাটি এসিড আছে। এসব পুষ্টিগুণ নানা ধরনের রোগ থেকে আপনার শরীরকে রক্ষা করতে সক্ষম। আসুন লাউয়ের পুষ্টিগুণ সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেয়া যাক।

* লাউয়ে প্রচুর পানি থাকে, যা দেহের পানির পরিমাণ ঠিক রাখতে সাহায্য করে। ডায়রিয়া জনিত পানিশূন্যতা দূর করতে সাহায্য করে।

* এই সবজি দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। নিদ্রাহীনতা দূর করে পরিপূর্ণ ঘুমের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

* লাউয়ে রয়েছে ক্যালসিয়াম ও ফসফরাস, যা দেহের ঘামজনিত লবণের ঘাটতি দূর করে। দাঁত ও হাড়কে মজবুত করে।

* ক্যালরির পরিমাণ কম থাকায় ডায়াবেটিস রোগীদের জন্যও লাউ যথেষ্ট উপকারী। ডায়েটিং কালেও লাউ ভালো ফল দেয়।

* লাউ খেলে ত্বকের আর্দ্রতা ঠিক থাকে।

* প্রস্রাবের সংক্রমণজনিত সমস্যা দূর হয়। কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি পায়।

* উচ্চ রক্তচাপবিশিষ্ট রোগীদের জন্য এটি আদর্শ সবজি।

* কোষ্ঠকাঠিন্য, অর্শ, পেট ফাঁপা প্রতিরোধে সহায়ক।

* চুলের গোড়া শক্ত করে এবং চুল পেকে যাওয়ার হার কমায়।