আপনি আছেন » প্রচ্ছদ » খবর

SMS এর মাধ্যমে সিম রি-রেজিস্ট্রেশন করার নিয়ম

নিবন্ধিত ও অনিবন্ধিত সব সিমকার্ড পুনরায় নিবন্ধন করতে হবে বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। আর এ নিয়ে দুঃশ্চিন্তার কিছু নেই। দেশের সব মোবাইল ফোন অপারেটর সিম পুনরায় রেজিস্ট্রেশন করার অপশন চালু করে। এখন থেকে আপনার মূল্যবান সিম কার্ডটি রেজিস্ট্রেশন করতে কাস্টমার কেয়ার অফিসে যাওয়া লাগবে না। চাইলে ঘরে বসেই আপনার মূল্যবান সিম কার্ডটি রেজিস্ট্রেশন করতে পারবেন। এ জন্য আপনাকে রি-রেজিস্ট্রেশনের জন্য সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের অধীনে একটি এসএমএস পাঠাতে হবে (এসএমএস-এর কোন ফি কাটবে না)।



জেনে নিন এসএমএস এর মাধ্যমে যেভাবে নিবন্ধন করবেন আপনার সিম :

এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণফোন, রবি এবং টেলিটক গ্রাহকরাঃ NID নাম্বার, জন্ম তারিখ, নাম লিখে sms পাঠিয়ে দেন 1600 নাম্বারে।

যেমন - xxxxxxxxxxxxx, 09/10/988, Jubayer লিখে sms পাঠিয়ে দেন 1600 নাম্বারে।

সিটিসেল গ্রাহকরাঃ U<>NID নাম্বারজন্ম তারিখনাম লিখে sms পাঠিয়ে দেন 1600 নাম্বারে।

যেমন - U<>xxxxxxxxxxxxx, 09/10/988, Jubayer লিখে sms পাঠিয়ে দেন 1600 নাম্বারে।


ফিরতি এসএমএসে আপনার প্রাপ্তি নিশ্চিত করে জানানো হবে আপনার তথ্যটি তাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা।