আপনি আছেন » প্রচ্ছদ » খবর

অনিয়মের অভিযোগে বিআরটিএ’র দুই কর্মচারীর নিয়োগ বাতিল

মিরপুরস্থ বিআরটিএ কার্যালয়ে অস্থায়ীভিত্তিতে কর্মরত সিল মেকানিক মো. শাহিন ও মো. সুলতান মাহমুদের নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রী আজ ঢাকায় বিআরটিএ কার্যালয়ে আকষ্মিক পরিদর্শনে গিয়ে বিআরটিএ’র চেয়ারম্যানকে তাদের নিয়োগ বাতিলের এ নির্দেশ দেন। পরিদর্শনকালে মন্ত্রীর কাছে সেবাগ্রহীতাগণ সিল মেকানিক মো. শাহিন ও মো. সুলতান মাহমুদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেন।

অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় মন্ত্রী তাৎক্ষণিক তাদের নিয়োগ বাতিলের নির্দেশনা দেন। এছাড়া যথাযথ নিয়ম মেনে এবং সততার সাথে যানবাহনের বিভিন্ন ধরণের সেবা প্রদানে বিআরটিএ’র কর্মচারীদের মন্ত্রী নির্দেশ দেন। এ সময় তিনি বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তা তদন্তপূর্বক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।