আপনি আছেন » প্রচ্ছদ » খবর

উত্তর কোরিয়াকে আবারও ট্রাম্পের হুশিয়ারি

উত্তর কোরিয়ার ব্যাপারে ওয়াশিংটনের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দেশটির পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে পিয়ংইয়ং’র বিরুদ্ধে ‘সুনির্দিষ্ট’ পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে বৈঠকে পর এক যৌথ সংবাদ সম্মেলনে ওই আহ্বান জানান। ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার ‘নিষ্ঠুর ও বেপরোয়া’ সরকারের পক্ষ থেকে যৌথ হুমকির মুখে রয়েছে ওয়াশিংটন ও সিউল। কাজেই দেশটির পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, উত্তর কোরিয়ার হুমকি থেকে আমেরিকা ও তার মিত্র দেশগুলোর নাগরিকদের রক্ষা করার লক্ষ্যে দক্ষিণ কোরিয়া ও জাপানসহ সারাবিশ্বে নিজের মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে ওয়াশিংটন।

যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট মুন বলেন, ওয়াশিংটন ও সিউল উত্তর কোরিয়া ইস্যুর সমাধান করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং পিয়ংইয়ংকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানাচ্ছে। উত্তর কোরিয়ার ‘হুমকি ও উস্কানিমূলক’ তৎপরতার ‘কঠোর জবাব’ দেয়া হবে বলে হুমকি দেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট।

যৌথ সংবাদ সম্মেলনে দুই প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, আলোচনার মাধ্যমে উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচি বন্ধ হওয়ার আশা থাকলে তারা পিয়ংইয়ং’র সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছেন।