আপনি আছেন » প্রচ্ছদ » খবর

‘আজান’ ট্যুইটের কড়া সমালোচনায় সইফ আলি খান

সোনুর ‘আজান’ ট্যুইট নিয়ে বিতর্ক থেমেও যেন থামছে না। বলিউডের প্রায় সব সেলেবই নেমে পড়েছে সোনুর বিরোধিতায়। প্রিয়াঙ্কা থেকে কঙ্গনা, নওয়াজুদ্দিন সিদ্দিকি সবাই নিজের মতো করে সোনুকে সমালোচনা করতে ছাড়েননি। এবার এই তালিকায় টুক করে ঢুকে পড়লেন সইফ আলি খান।‘আজান’ নিয়ে ট্যুইট করে সোনু নিগম বিতর্কের মুখে। আর এবার সোনুর ‘আজান’ ট্যুইটের স্পষ্ট ভাষায় সমালোচনা করলেন সইফ আলি খান। সইফের কথায়, ‘আজান নিয়ে সোনুর ট্যুইট খুবই আক্রমণাত্মক !’


তবে এই মন্তব্য যাতে নতুন করে বিতর্ক না তৈরি করে তার জন্য নিজেকে সামলেও নিলেন সইফ আলি খান। সইফের কথায়, ‘অ্যামপ্লিফায়ারের ব্যবহার সব সময়ই ইনসিকিওরিটি থেকেই আসে !’ গত সোমবার সকাল থেকেই বলিপাড়ায় শুরু হল নতুন বিতর্ক। না কোনও নায়ক বা নায়িকাকে নিয়ে নয়, এবার বিতর্কে জড়িয়ে পড়লেন জনপ্রিয় বলিউড গায়ক সোনু নিগম। বিতর্কে জড়ালেন একটি ট্যুইটের মধ্যে দিয়েই। সোমবার সোনু নিগম লিখলেন, ‘মুসলিম নই। তবুও আজান শুনে জাগতে হয়। মন্দির হোক বা গুরুদ্বার, মাইকে ধর্মীয় গান বাজানোর বিরোধিতা করছি !’ সোনু নিগমের এই ট্যুইট ঘিরে গোটা ট্যুইটারে বিতর্কে ঝড় উঠেছে। নানা মহলের মানুষই সোনু নিগমের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে।