আপনি আছেন » প্রচ্ছদ » খবর

কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি,২০১৭ এর গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ

1) বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট
(BRRI) কতটি ধানের জাত উদ্ভাবন করেছে?
- ৮২ টি
2) বাংলাদেশে কোন জাতের ধান সবচেয়ে
বেশি আবাদ হয়?
- বিআরটিএ ২৮
3) বর্তমানে BEPZA র অধীনে সরকারি আটটি
ইপিজেডে কতটি দেশের বিনিয়োগকারীরা
বিনিয়োগ করছে?
- ৩৮ টি
4) বাংলাদেশের কোথায় বাঘ প্রজনন কেন্দ্র
চালু হতে যাচ্ছে?
- বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক
(কক্সবাজার)
5) বাংলাদেশ কোন দেশে সর্বাধিক
পাটজাত পন্য রপ্তানি করে?
- তুরস্ক
6) শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড
এক্সচেঞ্জ কমিশনের (BSEC) এর নিজস্ব ভবন
কোথায়?
- আগারগাঁও
7) মজু চৌধুরীহাট নদীবন্দর কোথায় অবস্থিত?
- লক্ষীপুর সদর
8) বর্তমানে দেশে নদীবন্দর কতটি?
- ২৯ টি
9) বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর
কোথায় অবস্থিত?
- রাজারবাগ, ঢাকা
10) পেয়াজ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
- ফরিদপুর
***স্থানীয় সরকার(১১-১৫)
11) বর্তমানে দেশে উপজেলার সংখ্যা কত?
- ৪৯১ টি
12. দেশের ৪৯১ তম উপজেলার নাম কি?
- লালমাই (কুমিল্লা)
13) লালমাই উপজেলার আয়তন কত?
- ১৪৭.০৩ বর্গকিলোমিটার
14) বর্তমানে দেশে পৌরসভার সংখ্যা কত?
- ৩২৭ টি
15)দেশের ৩২৭তম পৌরসভার নাম কি?
- দোহাজারি ( চট্টগ্রাম)
16)পর্তুগালের গনতন্ত্রের জনক কে?
- মারিও সোয়ারেস
17) চাদেঁর বুকে অবতরণকারী সর্বশেষ
নভোচারীর নাম কি?
- ইউজিন সারনেন
১৮) জলবায়ু পরিবর্তন রোধে গঠিত গ্রিন
ক্লাইমেট ফান্ড (GCF) -এর সদর দপ্তর
কোথায় ? -ইনচিয়ন,দক্ষিণ কোরিয়া।
***মার্কিন যুক্তরাষ্ট্র(১৯-২২)
১৯) যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট কে? -
ডোনাল্ড ট্রাম্প।
২০) যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট
কে? - মাইক পেন্স।
২১) যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্তী কে?
- রেক্স টিলারসন।
২২) বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্তী
কে? - জেমস ম্যাটিস।
২৩) ১ জানুয়ারি ২০১৭ G-7 এর চেয়ারম্যান
হিসেবে দায়িত্ব গ্রহন করেন কে? - পাওলো
জোন্তিলোনি (ইতালি)।
২৪) WTOর ১১তম। মন্তী পর্যায়ের বৈঠক
কোথায় অনুষ্ঠিত হবে? - বুয়েন্স অায়ার্স,
অার্জেন্টিনা।
২৫) মানবদেহে অঙ্গের সংখ্যা কতটি? - ৭৯টি

২৬) মানবদেহের ৭৯ তম অঙ্গ কোনটি ? -
মেসেনটেরি ।
***ফো়কাস ইকোনমিক্স আউটলুক ২০১৬(২৭-৩৫)
২৭) তুলা উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ? -
ভারত ।
২৮) পশম উৎপাদনর শীর্ষ দেশ কোনটি ? - চীন।
২৯) কফি উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? -
ব্রাজিল ।
৩০) কোকো উৎপাদনে ও ব্যবহারে শীর্ষ দেশ
কোনটি ? - অাইভরি কোস্ট।
৩১) চিনি উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ? -
ব্রাজিল।
৩২) গম উৎপাদনর ও ব্যবহারে শীর্ষ দেশ
কোনটি ? - চীন।
৩৩) সয়াবিন উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ? -
যুক্তরাষ্ট্র
৩৪) সয়াবিন ব্যবহারে শীর্ষ দেশ কোনটি ? -
চীন ।
৩৫) ভুট্রা উৎপাদন ও ব্যবহারে শীর্ষ দেশ
কোনটি ? - যুক্তরাষ্ট্র
৩৬) টেস্টে যে-কোন উইকেটে বাংলাদেশর
সর্বোচ্চ রানের জুটি কত? - ২১৭ রান ।
***ফিফা বর্ষসেরা ২০১৬(৩৭-৩৮)
৩৭) বর্ষসেরা ফুটবলার কে? - রোনালদো ।
৩৮) বর্ষসেরা নারী ফুটবলার কে? - কার্লি
লয়েড
39) স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুনর্গঠন করে দুটি
নতুন বিভাগ গঠিত হয় কবে?
- ১৯ জানুয়ারি ২০১৭। বিভাগ দুটি -
জননিরাপত্তা বিভাগ এবং সুরক্ষা সেবা
বিভাগ
40) স্বর্ণদ্বীপ কোথায় অবস্থিত?
- হাতিয়া,নোয়াখালী
41) স্বর্ণদ্বীপের পূর্ব নাম কি?
- জাহাইজ্জার চর
42) দেশের ১১ তম শিক্ষা বোর্ড কোনটি?
- ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
43) জানুয়ারি ২০১৭ বাংলাদেশ কোন
সংস্থার স্থায়ী পর্যবেক্ষকের মর্যাদা লাভ
করে?
- Organization of American States(OAS)
44)ডট বাংলা (.bangla) ডোমেইন উদ্বোধন
করা হয় কবে?
- ৩১ ডিসেম্বর ২০১৬
45) বিশ্বের বৃহত্তম বিজ্ঞান ক্লাস
কবে,কোথায় অনুষ্ঠিত হয়?
- ১১ জানুয়ারি ২০১৭ ; কুলিয়াচর,কিশোরগঞ্জ
46) দেশের ২৯ তম নদীবন্দর কোনটি?
- মজু চৌধুরীরহাট নদীবন্দর, লক্ষীপুর
47) অপারেশন জ্যাকপট - এর নেতৃত্বদানকারী
ছিলেন কে?
- কমোডর আব্দুল ওয়াহিদ চৌধুরী
বীরবিক্রম,বীর উত্তম
48) বাংলাদেশে শিক্ষাক্রমের পথিকৃৎ কে?
- অধ্যাপক মুহাম্মদ আবদুর জব্বার
49) দেশে প্রথম উটপাখির ছানা জন্ম নেয়
কবে?
- ১৬ জানুয়ারি ২০১৭;
50) জনগণ ও পুলিশ সদস্যের আদর্শ অনুপাত কত?
- ৪০০ : ১
৫১) বর্তমানে বাংলাদেশে জনগণ ও পুলিশ
সদস্যের অনুপাত কত?
-৮২২:১
৫২) সন্ত্রাসবিরোধী ইসলামিক সামরিক জোট
(IMAFT) কবে গঠন করা হয়?
- ১৫ ডিসেম্বর ২০১৫।
৫৩) IMAFT -সদর দপ্তর কোথায় অবস্হিত?
- রিয়াদ, সৌদিআরব।
৫৪) বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর নাম কি?
- বেইপানজিয়াং ( Beipanjiang),চীন
৫৫) Android - এর উদ্ভাবক কে?
- অ্যান্ডি রুবিন ( যুক্তরাষ্ট্র)।
৫৬) চীনের প্রথম মানবাকৃতির রোবটের নাম
কি?
- জিয়া জিয়া।
৫৭) Land of Ruby নামে পরিচিত কোন অঞ্চল?
- মোগক উপত্যকা,মান্দাল
য়,মিয়ানমার।