নাক হল এমন জায়গা যেখানে তেলের উপস্থিতি সব থেকে বেশি পরিলক্ষিত হয়। আর এই সমস্যায় বেশি ভুগতে হয় মেয়েদেরকেই। কারণ তারা যখনই তেলতেলে নাকের উপর মেকআপ করতে যান, তখন সেটা ঠিক মতো হয় না। কারণ তেলের প্রভাবে মেকআপ নিজের জায়গাই করে নিতে পারে না। ফলে এমন এবরো-থেবরো মেকআপ হওয়ার কারণে আপনার মন হয়ে যায় খিটকিটে। দেখুন এই সমস্যার সমাধান
১. মুখ ধুতে হবে: মেকআপ শুরুর আগে ভালো ক্লিনসার দিয়ে মুখ ধুয়ে ফেলুন। প্রয়োজনে কোনও স্কার্ব ব্য়বহার করে নাকের অতিরিক্ত তেল ধুয়ে ফেলতে ভুলবেন না।
২. ত্বককে আদ্র রাখতে হবে: শুনতে আবাক লাগলেও একথা ঠিক যে তৈলাক্ত ত্বক হলেও মুখে ময়েসচারাইজার ব্য়বহার করা উচিত। এবার থেকে মেকআপ শুরুর আগে নিজের পছন্দ মতো যে কোনও ময়েসচারাইজার মাখুন। একবার সেটি শুকিয়ে গেলে মেকআপ শুরু করুন।
৩. প্রাইম: প্রয়োজনে আইশেডো প্রাইমার নাকে লাগাতে পারেন। কারণ এগুলি সাধারণ প্রাইমারের থেকে বেশি ঘন হয়। আর যদি আপনার কাছে আইশেডো প্রাইমার না থাকে তাহলে মুখে লাগানোর প্রাইমারই একটু বেশি করে নাকে লাগান। তাহলেও ভালো ফল পাবেন।
৪. বেস: এবার আপনি আপনার মেকআপ শুরু করতে পারেন। প্রয়োজনে মেট-বেস মেকআপ ব্য়বহার করুন। কারণ এই ধরনের মেক আপ সহজে তেলের কারণে ধুয়ে যায় না।
৫. পাউডার: প্রয়োজনে নাক এবং তার চারপাশে ট্রান্সলুসেন্ট পাউডার লাগান। এমনটা করলে দেখবেন দিনের বেলা নাকের তেল সে ভাবে আপনাকে সমস্যায় ফেলতে পারবে না। এই পদ্ধতিগুলি মেনে চললে দেখবেন তেলতেলা নাক আর আপনার সৌন্দর্যের পথে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে না।