আপনি আছেন » প্রচ্ছদ » খবর

রাষ্ট্রপতির সঙ্গে ফলপ্রসূ হবে - রিজভী

নির্বাচন কমিশন পুনর্গঠনসহ ১৩দফা প্রস্তাবনা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির সংলাপ ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদার জিয়ার নেতৃত্বে যে প্রতিনিধি দল যাবে সেখানে নির্বাচন কমিশন পুনর্গঠন ও কিভাবে শক্তিশালী করা যায় সেই বিষয়ে আলোচনা হবে। আর আলোচনার পর দলের পক্ষ থেকে পরে জানানো হবে।’

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন যত ঘনিয়ে আসছে, মানুষের মাঝে এক ধরনের আশঙ্কা ততই বাড়ছে। সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে।

নারায়ণগঞ্জের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, “সেখানে ভয়ভীতি প্রদর্শনের খবর পাওয়া যাচ্ছে। ধানের শীষের প্রার্থী সাখাওয়াত হোসেন খান সুষ্ঠু নির্বাচন নিয়ে উৎকণ্ঠিত। আমরা আবারও বিএনপির পক্ষ থেকে নারায়ণগঞ্জে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির জোর দাবি জানাচ্ছি।”

সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কবীর মুরাদ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।