আপনি আছেন » প্রচ্ছদ » খবর

বাংলাদেশ পুলিশের তথ্য প্রযুক্তি নির্ভর কার্যক্রম সমূহ

বাংলাদেশ পুলিশ মানুষের সেবা প্রাপ্তিকে সহজ করার জন্য তথ্য প্রযুক্তি ব্যবহার করছে।
যে কেউ পুলিশের এই তথ্য প্রযুক্তি নির্ভর সেবা নিতে পারে ।
বাংলাদেশে অবস্থানরত বিদেশী নাগরিক এবং প্রবাসী বাংলাদেশীরা ও অনলাইনে পুলিশের সাহায্য চাইতে পারেন।
পুলিশের অনলাইন সেবা :
• পাসপোর্ট করার সময় পুলিশের যে ভ্যারিফিকেশন প্রয়োজন হয় সেটির অগ্রগতি সম্পর্কে জানা যায় www.immi.gov.bd সাইটের মাধ্যমে ।
একই সাইটের মাধ্যমেই মিগ্রেশন সংক্রান্ত নিয়ম কানুন জানার ব্যবস্থা ও আছে।
• পুলিশ সদস্য ছাড়াও যে কোন ব্যক্তি জরুরী রক্তের প্রয়োজনে অনলাইনে পুলিশ ব্লাড ব্যাংকের সাথে যোগাযোগ করতে পারেন।
ওয়েব সাইট : www.policebloodbank.gov.bd
ই-মেইল : info@policebloodbank.gov.bd
• সমস্যা ও অভিযোগ জানানো জন্য www.police.gov.bd
অথবা www.dmp.gov.bd সাইটের সাহায্য নেয়া যেতে পারে ।
এ জন্য সাইট দু’টির কোন একটিতে গিয়ে সিটিজেন হেল্প রিকোয়েস্টে ক্লিক করতে হবে।