আপনি আছেন » প্রচ্ছদ » খবর

বেতন অনুযায়ী আপনার আয়কর কত জেনে নিন

দেখে নিন বেতন অনুযায়ী আপনার আয় কর কত হবে। শেয়ার দিয়ে সাথে থাকুন 

সদয় জ্ঞাতার্থেঃ
1। মূল বেতন ও জি.পি.এফ কর্তনের কলামে প্রয়োজনীয় টাকা লিখলে স্বয়ংক্রিয়ভাবে মাসিক আয়করের হিসাব বের হয়ে যাবে।
2। মহিলা সরকারি কর্মকর্তা/কর্মচারীগণের ক্ষেত্রে করমুক্ত আয়সীমা ৩,০০,০০০/= (তিন লক্ষ টাকা মাত্র।)
3। কোন কর্মকর্তা/কর্মচারীর সর্বমোট (ক) এর পরিমাণ ২,৫০,০০০/= অতিক্রম করলেই বেতন হতে আয়কর কর্তন করতে হবে।
4। কোন কর্মকর্তার ব্যক্তিগত মোটরকার যদি থাকে তাহলে উৎসে/অগ্রিম কলামে কর্তনকৃত আয়কর টাকা লিখতে হবে।
5।কর রেয়াত মোট আয়ের সর্বোচ্চ বিনিয়োগ 25% এর 15% হারে ধরা হয়েছে, তবে প্রকৃত বিনিয়োগের এর 15% হিসাবেও করা যাবে।
6।মোট করযোগ্য আয় এ মধ্যে বাংলা নববর্ষ ভাতা অর্ন্তভুক্ত হবে না তবে যে সকল প্রতিষ্ঠান 02টি উৎসব ভাতা ছাড়াও বোনাস ঘোষাণা করে
সে সকল বোনাস অনর্তভুক্ত হবে।
7।আয়করের পরিমাণ (ঘ)/3 (-) ফিগার হলেও আয়কর প্রদান করতে হবে সর্বনিম্ন = 416.67 (চারশত ষোল টাকা সাতষট্টি পঁয়সা মাত্র) প্রতি মাসে।
8। বেতন ভাতার উপর উৎসে কর কর্তন পূর্বক 1-1141-0015-0111 নং কোডে জমা করতে হবে।