আপনি আছেন » প্রচ্ছদ » খবর

বিশ্বের বৃহত্তম ছাতা চীনে অবস্থিত

বিশ্বের বৃহত্তম ছাতা চীনে অবস্থিত

ঘরের বাইরে বৃষ্টি বা রোদের তীব্রতা থেকে রক্ষা পেতে অন্যতম অবলম্বন ছাতা। বর্ষাকালে ঘরের বাইরে বের হলে প্রায়ই সবার হাতেই ছাতার দেখা মেলে। ছাতার মূল কাজ মানুষের শরীরকে বৃষ্টি বা রোদের তীব্রতা থেকে রক্ষা করা।

umbreela

সম্প্রতি বিশাল একটি ছাতা তৈরি করা হয়েছে চীনের জিয়াংঝি প্রদেশে। স্থানীয় একটি ছাতাপ্রস্তুতকারী কোম্পানির তৈরি এই ছাতার উচ্চতা ১৪ দশমিক ৪ মিলার বা ৪৭ ফুট। ২৩ মিটার ব্যাসার্ধের ওই ছাতা তৈরির পর গিনেস বুক অব রেকর্ডেও স্থান করে নিয়েছে চীন।

৫ দশমিক ৭ টন ওজনের চীনের এই ছাতাটি সেখানকার একটি প্লাজায় স্থাপন করা হয়েছে। ৪১৮ স্কয়ার মিটার জায়গাজুড়ে থাকবে এই ছাতাটি।

Umbrella2

এর আগে সবচেয়ে বড় ছাতা তৈরি করে গিনেস বুকে জায়গা করে নিয়েছিল ভারত। ২০১০ সালে ওই ছাতাটি তৈরি করা হয়েছিল। ৩৬ ফুট উচ্চতা এবং ৫৬ ফুট পরিধি ছাতাটি তৈরিতে অর্থায়ন করেছিল ভারতের ম্যাক্স নিউ ইয়র্ক লাইফ ইনসিওরেন্স। ভারতের ছাতাটির ওজন ২ হাজার ২০০ কেজি।

অনুবাদঃ অর্থসূচক অনলাইন