আপনি আছেন » প্রচ্ছদ » খবর

র‌্যাবের অভিযানে সাভারে দুই জঙ্গির আত্মসমর্পণ

সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চৌরাবাড়ি এলাকায় জঙ্গি আস্তনা থেকে সন্দেহভাজন দুজন জঙ্গি আত্মসমর্পণ করেছে। বাড়িটি গত রাত একটা থেকে ঘিরে রেখে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব ধারণা করছে, বাড়ির ভেতরে আরও দুইজন জঙ্গি রয়েছে। তারা যাতে আত্মসমর্পণ করে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে র‌্যাব। শনিবার দিনগত গভীর রাত থেকে সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চৌরাবাড়ি এলাকায় জঙ্গি আস্তনা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব।

পরে র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, গত রাত একটা থেকে টিনশেড ওই বাড়িটি ঘিরে রেখেছে র‌্যাব। জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হলে তারা ভেতর থেকে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ছে। থেমে থেমে গোলাগুলি চলছে। মুফতি মাহমুদ খান জানান, বাড়িটির ভেতর থেকে বিস্ফোরক ছোড়া হয়েছে। বাড়ির আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। র‌্যাব কর্মকর্তারা বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির মালিক ইব্রাহিমকে র‌্যাব হেফাজতে নেওয়া হয়েছে। অপারেশন শেষে এবিষয়ে বিস্তারিত জানানো হবে বলে র‌্যাব জানিয়েছে।