আপনি আছেন » প্রচ্ছদ » খবর

নেপালে বিদেশি টিভি চ্যানেলে নিষিদ্ধ করা হচ্ছে বিজ্ঞাপন

কাঠমান্ডু, ১৪ জুলাই ২০১৭ (বাসস ডেস্ক): নেপালে চালু বিদেশি টিভি চ্যানেলগুলোতে বিজ্ঞাপন নিষিদ্ধ করা হচ্ছে। ফলে আগামী রোববার থেকে কোন বিজ্ঞাপন ছাড়াই এসব চ্যানেলে তাদের অনুষ্ঠান প্রচার করতে হবে। দেশটির তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় একথা জানায়। খবর সিনহুয়ার। নেপাল সরকার গত বছরের ক্লিন ফিড পলিসি-২০১৬ কার্যকর করায় নেপালে চালু বিদেশি চ্যানেলগুলোতে বিজ্ঞাপনের সম্প্রচার নিষিদ্ধ হতে যাচ্ছে। এসব টিভি চ্যানেলের বেশীর ভাগই ভারতীয়। সরকারের এমন পদক্ষেপের ফলে নেপালের বিজ্ঞাপন বাজার চাঙ্গা করতে এবং নেপালি টিভি চ্যানেলগুলোকে আরো অধিক বিজ্ঞাপন পেতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। একইসাথে, এ খাতে দেশে অধিক কর্মসংস্থানের সৃষ্টি হবে বলেও আশা করা যাচ্ছে। নেপালের বিজ্ঞাপন ও সংবাদমাধ্যম শিল্পের উদ্যেক্তারা সরকারের কাছে দীর্ঘদিন থেকেই ক্লিন ফিড পলিসি বাস্তবায়নের দাবি জানিয়ে আসছিলেন।