আপনি আছেন » প্রচ্ছদ » খবর

পৃথিবীর মতন আরো ১০টি গ্রহ খুজে পেলো নাসা

পৃথিবী একা নয়, আমাদের গ্রহের মতো প্রায় একইরকম আরও দশটি গ্রহ রয়েছে। তার খোঁজ পেয়েছেন নাসার বিজ্ঞানীরা। আকার, উষ্ণতা একেবারে পৃথিবীর মতোই বলে দাবি করা হয়েছে। ফলে ফের একবার পৃথিবীর বাইরে প্রাণের উৎসের খোঁজ নিয়ে উৎসাহ তৈরি হল। নাসার কেপলার স্পেস টেলিস্কোপ মহাকাশে মোট ২ লক্ষ নক্ষত্রের উপরে নজরদারি চালিয়েছে। তার মধ্যে থেকেই এতগুলি পৃথিবী সদৃশ গ্রহের খোঁজ মিলেছে বলে জানা গিয়েছে। এই গ্রহগুলি নিজেদের নক্ষত্রগুলি থেকে সঠিক অবস্থানে রয়েছে। যে দূরত্ব পৃথিবীর মতো অনুকূল উষ্ণতা তৈরি করেছে। পৃথিবীর মতোই ১০টি গ্রহের খোঁজ পেল নাসা, কেমন সেই গ্রহ? কেপলার স্পেস টেলিস্কোপের এই অনুসন্ধানের উপরে ভরসা রাখছেন বিজ্ঞানীরা। নাসা বিজ্ঞানী মারিও পেরেস জানিয়েছেন, কেপলার আমাদের পরোক্ষভাবে জানাচ্ছে যে আমাদের গ্রহ একা নয়, এমন গ্রহ আরও রয়েছে। ২০০৯ সালে নাসা পৃথিবী সদৃশ গ্রহ মহাকাশে খুঁজে বের করতে স্পেস টেলিস্কোপ মহাকাশে পাঠায়। এখন কেপলারের পর্যবেক্ষণ হাতে আসার পর গবেষকরা মনে করছেন, এবার গবেষণা করে উত্তর খোঁজার পালা।

মহাবিশ্বে পৃথিবী ছাড়া আর কোথাও প্রাণ রয়েছে কিনা সেই বিষয়ে এবার নিশ্চিত হতে হবে। সবমিলিয়ে এখনও পর্যন্ত মোট ৪ হাজারের বেশি গ্রহের সন্ধান পাওয়া গিয়েছে। তার মধ্যে অন্তত ৫০টি গ্রহ এমন রয়েছে যা পৃথিবীর আকৃতির ও উষ্ণতাও আমাদের গ্রহের মতোই। এছাড়া কেপলার স্পেস টেলিস্কোপের মাধ্যমে এবার এটাও জানা যাবে যে গ্রহগুলির ভূত্বক কেমন, আবহাওয়ায় কতটা ও কী ধরনের গ্যাস রয়েছে। এসব বিচার করার পরই প্রাণের অস্তিত্ব নির্ধারণ করা সহজ হবে। প্রসঙ্গত, যে গ্রহগুলি খুঁজে পাওয়া গিয়েছে সেগুলিকে সুপার আর্থ বা মিনি নেপচুন নামে ডাকা হচ্ছে। এগুলিকে আমাদের সৌরজগতে খুঁজে পাওয়া যায়নি। আমাদের সৌরজগতে বরং প্লুটোর পরবর্তী নবম গ্রহের খোঁজ চলছে।