আপনি আছেন » প্রচ্ছদ » খবর

গেমারদের নিয়ে কাজ করতে গিগাবাইট ও আইটি বাজারের মধ্যে চুক্তি সই

দেশের গেমিং ইন্ডাস্ট্রি ও দেশীয় গেমারদের নিয়ে একসঙ্গে কাজ করতে ই-কমার্স প্রতিষ্ঠান আইটিবাজার ও বিশ্বের শীর্ষ স্থানীয় গেমিং হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইটের মধ্যে এক চুক্তি সই হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে সফটওয়্যার টেকনোলজি পার্কে এ চুক্তি সই হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন আইটিবাজার ডটকম ডট বিডির প্রতিষ্ঠাতা মফিজুর রহমান টিপু ও গিগাবাইটের দক্ষিণ এশিয়ার সহকারী ম্যানেজার অ্যালান সু। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অ্যালান সু বলেন, এদেশের তরুণ-তরুণীরা যথেষ্ঠ মেধাবী ও কঠোর পরিশ্রমী। তারুণ্যের এই শক্তিকে কাজে লাগিয়ে এদেশের গেমিং ইন্ডাস্ট্রির উন্নয়নে সব ধরণের সহযোগিতা করবে গিগাবাইট।

আইটিবাজার ডটকম ডট বিডির প্রতিষ্ঠাতা মফিজুর রহমান টিপু বলেন, আইটিবাজার একটি ই-কমার্স প্লাটফর্ম হলেও আমরা সবসময় নিত্যনতুন আইডিয়া নিয়ে কাজ করি। গতবছর ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬ তে আমরা গেমিং কনটেস্ট আয়োজন করেছিলাম। সেই ধারাবাহিকতায় আগামীতেও আমাদের লোকাল গেম এবং গেম ডেভেলপারদের নিয়ে কাজ করবো। অনুষ্ঠানে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) সভাপতি রাজিব আহমেদ বলেন, বাংলাদেশের গেমিং ইন্ডাস্ট্রি ছোট। এটাকে বাড়াতে হবে। চুক্তি সই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্মার্ট টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের পরিচালক জাফর আহমেদ, গিগাবাইটের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান, বেসিসের সিনিয়র ভাইস প্রেডিডেন্ট রাসেল টি আহমেদ, আইটিবাজার ডট কম ডট বিডির সহ প্রতিষ্ঠাতা সাহাব উদ্দিন রিয়াদ প্রমুখ।