আপনি আছেন » প্রচ্ছদ » খবর

মাইক্রো ওয়েভ ওভেনেই তৈরি করুন গাজরের হালুয়া

যা যা লাগবে
গাজর (গ্রেট করা) ১ কাপ
গুঁড়া দুধ ১ কাপ
চিনি ৩/৪ কাপ
পেস্তা বাদাম কুচি ১ টেঃ চামচ
কিশমিশ ১ টেঃ চামচ
ছোট এলাচ ২ টি
মাওয়া বা ক্ষীর ২ টেঃ চামচ
জাফরান সামান্য
ঘি ১ টেঃ চামচ
গোলাপজল ১/২ চা চামচ

পদ্ধতি

প্রথমে গাজর ধুয়ে গ্রেট করে চিপে পানি ফেলে দিন। পেস্তা বাদাম কুচি করে, মাওয়া গ্রেট করে রাখুন। গোলাপজলে জাফরান ভিজিয়ে রাখুন। একটা ওভেন প্রুফ ডিশে মাওয়া ছাড়া সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিন।
মাক্রোওয়েভ ওভেনে পাওয়ার হাই সেট করে ডিশের ঢাকনা বন্ধ করে ৫ মিনিট বেক করুন। ও‌ভেন থেকে বের করে ভালো করে নেড়ে আবার ওভেনে দিন ৫ মিনিট। এবার মাওয়া দিয়ে পরিবেশন করুন মজাদার গাজরের হালুয়া।